
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সহ-সভাপতিসহ বিভিন্ন মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করেছে।
গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (৯ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে চর শিহারী গ্রামের আব্দুল মান্নান তালুকদারের ছেলে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুদ তালুকদার (৪৪) সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি।
এছাড়া সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের রমজান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৪) জমি সংক্রান্ত বিরোধে মারামারি মামলার আসামি, ধামদী গ্রামের আবুল কালামের ছেলে হুমায়ুন আকবর হৃদয় (২৬) জুয়া আইনের মামলার আসামি এবং সোহাগী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে ইকবাল হোসেন একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবায়দুর রহমান জানান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপারের নির্দেশে ও সার্কেল স্যারের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত চারজনকেই আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও, উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর