
টানা বৃষ্টি ও উজানের পানিতে সৃষ্ট বন্যায় ফেনীর বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষার বৃহস্পতিবারের (১০ জুলাই) পদার্থবিজ্ঞান ১ম পত্র এবং হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা ১ম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন জানান, বন্যা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার উপযোগী পরিবেশ নেই। শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের যাতায়াতেও মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। তাই মানবিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নতুন পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬টি জেলার মধ্যে ফেনীতে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কয়েক দিনের টানা বর্ষণে ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজীসহ কয়েকটি উপজেলা বন্যাকবলিত। কোথাও কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে যাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর