
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমের দুটি ভবন ও ৫০ শতাংশ জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব বুধবার এই আদেশ দেন।
দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেন এই বিষয়ে আদালতে আবেদন করেন। সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, জিল্লুল হাকিমের উত্তরা মডেল টাউন এলাকায় পাঁচ কাঠা জমির ওপর একটি ছয়তলা ভবন ও রাজবাড়ীর পাংশায় ৩০ শতাংশ জমির ওপর একটি তিনতলা ভবন রয়েছে। এছাড়া পাংশা এলাকায় তার ৫০ শতাংশ জমি রয়েছে।
আবেদনে আরও বলা হয়, জিল্লুল হাকিমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করেছে। তিনি ঢাকা, রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন।
দুদক মনে করছে, তদন্তকালে পাওয়া তথ্য অনুযায়ী জিল্লুল হাকিম তার এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এতে রাষ্ট্রের ক্ষতি হতে পারে। তাই এসব সম্পদ জব্দ করা প্রয়োজন।
গত বছরের ১৭ অক্টোবর জিল্লুল হাকিম, তার স্ত্রী সাঈদা হাকিম ও ছেলে আশিক মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর আগে গত ১৯ জানুয়ারি আদালত তাদের নাম থাকা ২৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন, যেগুলোতে ১৪ কোটি ২৫ লাখ টাকা জমা আছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর