
সুনামগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলার মধ্য বাজারে বুধবার (০৯ জুলাই) এই জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় সুনামগঞ্জ-১ আসনের বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল বলেন, দেশের জনগণ বিএনপিকে ভালোবাসে এবং তারেক রহমানকে চায়। তিনি বলেন, তৃণমূলের মানুষই তার সম্পদ এবং আগামী দিনের প্রেরণা। কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন।
ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হকের সভাপতিত্বে এবং ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালনায় সভায় কামরুজ্জামান কামরুল বলেন, কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করার এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। একইসাথে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণার বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা বলেন।
কামরুজ্জামান আরও বলেন, তারেক রহমানের নির্দেশ অনুযায়ী জনগণের মন জয় করতে হবে, কারণ জনগনই সকল ক্ষমতার উৎস। তিনি বলেন, তিনি জনগণের পাশে থেকে কাজ করছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
জনসভায় ধর্মপাশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক যোগ দেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, জুলফিকার আলী ভূট্রো, সদস্য মজিবুর রহমান মজুমদার, তাহিরপুর উপজেলার বিএনপির যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।
রার/সা.এ
সর্বশেষ খবর