
“জুলাই সনদ কোনো কবিতা বা রাজনৈতিক বাগাড়ম্বর নয়, এটি আমাদের ভবিষ্যৎ জীবনের সনদ,” বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমাবেশে এমন মন্তব্য করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপির ৯ম দিনের পদযাত্রায় তিনি এই সনদকে ‘দ্বিতীয় বাংলাদেশের তফসিল’ হিসেবে অভিহিত করেন এবং এটি আদায়ে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে সবাইকে জমায়েত হওয়ার আহ্বান জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। এই সনদ আদায় করে নিতে হবে।
সমাবেশে তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলেন এবং এনসিপির রাজনৈতিক তৎপরতাকে কঠিন করে তোলার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এখন প্রতিটি মোবাইল এক একটি মিডিয়া।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাসির উদ্দীন পাটোয়ারি, ডা. তাসনীম জারা, সারজিস আলমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ঝিনাইদহ থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের একটি বহর ইসলামী বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী তাঁদের অভ্যর্থনা জানান।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর