
পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের সিরাজুল ইসলামের বড় মেয়ে মাছুমা (২৬) গত ৩০ জুন তাঁর তিন অবুঝ শিশু কন্যাকে নিয়ে স্বামীর বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম থেকে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ মাছুমা মানসিক রোগী। তাঁর সঙ্গে থাকা তিন সন্তানের নাম বুশরা (৭), মাহিদা (৬) ও মাইমুনা (২)।
মাছুমার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
সন্তান ও নাতনীদের চিন্তায় মাছুমার বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন।
কেউ মাছুমা ও তাঁর তিন শিশু সন্তানের সন্ধান পেলে 01322-271872 নম্বরে ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
সর্বশেষ খবর