
টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলের কারণে কুমিল্লার গোমতী নদীর পানি দ্রুত বাড়ছে। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, প্রতি ঘণ্টায় প্রায় ১০ সেন্টিমিটার করে গোমতীর পানি বাড়ছে। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত নদীর পানি বিপদসীমার ১ দশমিক ৩৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে বৃষ্টি অব্যাহত থাকলে পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নদীর বাঁধসংলগ্ন কিছু জমি ও বসতবাড়ি ইতোমধ্যে প্লাবিত হয়েছে।
বুড়িচং উপজেলার কামারখাড়া, বুড়বুড়িয়া, ভান্তি, টিক্কার চর, চানপুর ব্রিজ ও সংরাইশ এলাকা ঘুরে দেখা গেছে, গোমতীর চরাঞ্চলের অনেক সবজি ও ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। কিছু বাসিন্দা বাঁধের ওপর এবং নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, বৃষ্টিপাত চললে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
বুড়িচং উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হোসেন জানান, গোমতীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে। জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। ওয়ার্ড মেম্বার, গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের সদস্যরা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছেন। বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য ৩৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে।
জেলা প্রশাসন নদী পাড়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছে। শহরের নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর