
সারাদেশের ন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফল অনুযায়ী, বোর্ডে পাসের হার ৭২.০৭ শতাংশ, যা গত বছর ছিল ৮২.৮০ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ১০ হাজার ৮২৩ জন। পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই ছাত্রীদের ফলাফল ছাত্রদের চেয়ে ভালো।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, পরীক্ষায় অংশগ্রহণকারী ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ১ হাজার ১৮১ জন উত্তীর্ণ হয়েছে। গড় পাসের হার ৭২.০৭ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১১.৭ শতাংশ জিপিএ-৫ অর্জন করেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২১৯টি কেন্দ্রে ১ হাজার ১৬৪টি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৭৮ হাজার ৭২৫ এবং ছাত্রের সংখ্যা ৬১ হাজার ৬৬৩ জন। ছাত্রীদের পাসের হার ৭২.১৯ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৭১.৯৩ শতাংশ। ৬ হাজার ৩৫৩ জন ছাত্রী এবং ৫ হাজার ৪৯০ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।
২০২৪ সালেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্রীরা এগিয়ে ছিল। গত বছর ছাত্রীদের পাসের হার ছিল ৮৩.২১ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ছিল ৮২.২৯ শতাংশ। এছাড়া ৫ হাজার ৭৫০ জন ছাত্রী এবং ৫ হাজার ৭৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছিল।
ঘোষিত ফলাফল অনুযায়ী, চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা ও কক্সবাজার মিলিয়ে পাসের হার ৭২.০৭ শতাংশ। গত বছর ছিল ৮২.৮০ শতাংশ। চট্টগ্রাম নগরীর পরীক্ষার্থীদের মধ্যে পাসের হার ৮১.০৩ শতাংশ এবং নগরী বাদে জেলায় পাসের হার ৭১.২৯ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৫৬.৫৫ শতাংশ, খাগড়াছড়িতে ৬০.৭৭ শতাংশ ও বান্দরবানে ৬৩.১২ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৭০.৭৬ শতাংশ।
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা- এই তিনটি বিভাগেই পাসের হার কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে মানবিক বিভাগে। বিজ্ঞানে পাসের হার ৯২. ৫৭ শতাংশ, যা গতবার ছিল ৯৪. ৫২ শতাংশ। মানবিকে পাসের হার ৫৫. ০২ শতাংশ, গতবার ছিল ৭৩. ৪১ শতাংশ। ব্যবসায় শিক্ষায় পাসের হার ৭৩. ৫৪ শতাংশ, গতবার ছিল ৮৪. ১১ শতাংশ।
জিপিএ-৫ পাওয়া ১১ হাজার ৮৪৩ জনের মধ্যে বিজ্ঞান বিভাগে ১০ হাজার ৪৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ২৪৭ জন এবং মানবিক বিভাগে ১৩৮ জন পরীক্ষার্থী রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর