
নাগরিকদের জন্য ভূমিসেবা সহজীকরণে কুমিল্লা জেলায় ৩৪টি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার রাজগঞ্জে প্রথম ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রথম ধাপে জেলার ১৭টি উপজেলায় এই কেন্দ্রগুলো স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এই সংখ্যা পরিবর্তন করা হতে পারে।
ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের প্রধান লক্ষ্যগুলো হলো:
* ভূমি অফিসের বাইরে নাগরিকগণকে ভূমিসেবা পেতে সহায়তা করা।
* ডিজিটাল ভূমি সেবা গ্রহণ পদ্ধতি প্রচলন করা এবং একে টেকসই করা।
* নাগরিকদের জন্য ভূমিসেবা গ্রহণ প্রক্রিয়া সহজ করা।
* ভূমিসেবা গ্রহণে সহায়তা এবং তথ্য সুরক্ষায় বিধি তৈরি করা।
* দক্ষ ও নাগরিকবান্ধব সেবা সহায়তাকারী তৈরি করা।
* সঠিকভাবে নাগরিকদের প্রোফাইল তৈরি এবং আবেদনপত্র পূরণ করে দাখিল নিশ্চিত করা।
* ভূমি অফিস সংক্রান্ত অভিযোগ কমিয়ে আনা।
এই কেন্দ্রগুলোর মাধ্যমে নাগরিকরা সরকার নির্ধারিত ফির বিনিময়ে নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, খাস জমি বন্দোবস্তের আবেদন, অর্পিত সম্পত্তির লিজ নবায়নের আবেদনসহ বিভিন্ন ভূমিসংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।
জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, ভূমিসেবা সহজীকরণে সরকারের এই উদ্যোগ একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, কুমিল্লা আদর্শ সদরের উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, রেভিনিউ ডেপুটি কালেক্টর মো: শহীদুল ইসলাম, এসি (ল্যান্ড) তানজিনা জাহান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর