
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বড়াইগ্রাম উপজেলা শাখার নেতা মামুন চৌধুরীকে আওয়ামী লীগের কর্মী হিসেবে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বনপাড়াস্থ ইউনিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
মামুন চৌধুরী বলেন, গত ৮ জুলাই বড়াইগ্রামে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন এবং বক্তব্য দিয়েছেন। এরপর কিছু ব্যক্তি ফেসবুকে তাকে আওয়ামী লীগের নেতা উল্লেখ করে অপপ্রচার চালাচ্ছে, যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৮ বছর দেশের বাইরে থাকার পর দেশে ফিরে তিনি ‘চৌধুরী প্রাইভেট লিমিটেড’ প্রতিষ্ঠা করেছেন। তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি কখনো সক্রিয়ভাবে জড়িত ছিলেন না। তার মেয়ে রংপুর মেডিকেল কলেজে এবং ছেলে ঢাকায় জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন। তিনি সবসময় ছাত্রদের পক্ষে ছিলেন।
মামুন চৌধুরী দাবি করেন, তাকে নিয়ে মিথ্যাচার একটি ষড়যন্ত্র। তিনি বলেন, তার নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে এলাকার একটি দালাল গোষ্ঠী অবৈধ সুবিধা থেকে বঞ্চিত হবে, সেই আশঙ্কা থেকে তারা এই অপপ্রচার চালাচ্ছে। তিনি এর প্রতিবাদ জানান এবং বলেন, বিভিন্নভাবে নির্যাতিত ও অপমানিত হয়েও তিনি মাথা নত করেননি এবং ভবিষ্যতেও করবেন না। তিনি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে এনসিপির সাথে যুক্ত আছেন।
সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় নেতা অ্যাডভোকেট আব্দুর রশিদ ও মতিবুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই বড়াইগ্রামের বনপাড়া বাইপাসে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপির পথসভা অনুষ্ঠিত হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর