
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষকে অন্তর্ভুক্ত করার দাবি উঠলেও ছাত্রত্ব নেই এমন কেউ ভোটার বা প্রার্থী হতে পারবেন না।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশন এই তথ্য জানায়।
রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এই শিক্ষাবর্ষকে নির্বাচনে সুযোগ দেওয়ার বিষয়ে ছাত্রসংগঠনগুলো দাবি জানিয়েছিল এবং কমিশনও ইতিবাচক ছিল। তবে এর ফলে আইনি জটিলতা তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, যাদের ছাত্রত্ব নেই, তাদের নির্বাচন করার সুযোগ দেওয়া হলে যে কেউ আদালতে রিট করতে পারে। এতে নির্বাচন আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার কাছে আইনি বিষয়ে পরামর্শ চাওয়া হলে তিনি আইনের বাইরে যেতে নিষেধ করেন। তাই এই শিক্ষাবর্ষের যাদের ছাত্রত্ব রয়েছে, শুধু তারাই নির্বাচনে প্রার্থী অথবা ভোটার হতে পারবেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর