মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে সকাল ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সাড়ে পাঁচটায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
কাউন্সিলে সভাপতি পদে ২৯১ ভোট পেয়ে মোঃ রিয়াজ মিয়া নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম বটন পান ১০৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৭৯ ভোট পেয়ে হাজী সোহেল আহমদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম পান ১১৭ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ২৯৪ ভোট পেয়ে মোঃ চান্দ আলী মছু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমির উদ্দিন পান ১০১ ভোট।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাকিম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মাছুম রেজা, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান চুনু, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সংসদ সদস্য পদপ্রার্থী নাসির উদ্দীন আহমদ মিঠু। তিনি বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী।
সালাউদ্দিন/সাএ
 সর্বশেষ খবর
  জেলার খবর এর সর্বশেষ খবর