
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর ২৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে এসএসসিতে ২২৫ জন, দাখিলে ৬ জন এবং ভোকেশনাল শাখায় ১ জন জিপিএ-৫ পেয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস নিশ্চিত করেছে।
ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। প্রতিষ্ঠানটির পাশের হার ৯০ শতাংশ।
মাদরাসা বোর্ডের অধীনে ভবানীপুর নামাপাড়া খাতামুন্নাবীয়িন মহিলা দাখিল মাদরাসার ৩ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এই মাদরাসার সকল পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
ভোকেশনাল পরীক্ষায় রওশন আরা কাদের উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কুশমাইল ইউনিয়নের বদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এ বছর এসএসসি পরীক্ষায় ৪ হাজার ৬১০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫০৬ জন, দাখিল পরীক্ষায় ১ হাজার ৩৫৪ জনের মধ্যে ৭৩৭ জন এবং ভোকেশনালে ১৮৮ জনের মধ্যে ১৩৮ জন উত্তীর্ণ হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর