
উল্লাপাড়া উপজেলার এলংজানি দাখিল মাদ্রাসায় দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় পরপর দুই বছর কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। ২০২৪ সালে ১২ জন এবং ২০২৫ সালে ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এই ফলে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
অভিভাবকদের অভিযোগ, শিক্ষার্থীদের দুর্বল পড়াশোনা ও শিক্ষকদের অবহেলার কারণে এমন ফল হয়েছে। অভিভাবক শহিদুল ইসলাম বলেন, "আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা দুশ্চিন্তায় পড়েছি। দুই বছর কেউ পাশ করতে না পারায় শুধু শিক্ষার্থীরা নয়, মাদ্রাসার শিক্ষক ও কর্তৃপক্ষও সমান দায়ী।"
এলংজানি গ্রামের বাসিন্দা আল আমিন হোসেন জানান, মাদ্রাসার সুপারসহ অন্যান্য শিক্ষকের পড়াশোনার বিষয়ে মনোযোগ ছিল না। তারা শুধু নিয়োগ বাণিজ্য ও বেতন ভাতা উত্তোলনে ব্যস্ত ছিলেন। তিনি অভিযোগ করেন, মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া হয়েছে এবং শিক্ষকেরা নিয়মিত ক্লাস ফাঁকি দিতেন।
মাদ্রাসার সুপার মো. শাহাদত হোসেন জানান, প্রত্যন্ত এলাকা হওয়ায় শিক্ষার্থীরা ঠিকমতো মাদ্রাসায় আসে না। শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও পাঠ গ্রহণে আগ্রহের অভাবের কারণে ফলাফল খারাপ হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, বিষয়টি দুঃখজনক। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে এবং দ্রুত তদন্ত করে শিক্ষার মান উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর