
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর উপজেলায় গড় পাশের হার প্রায় ৬৪.০৩ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর ১৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ১ হাজার ৭৯৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, যাদের মধ্যে ১ হাজার ১০৪ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে। বিদ্যালয়গুলোর মধ্যে আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ১২ জন, রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন এবং হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মোগড়া উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, তুলাই শিমুল উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, আমোদাবাদ আলহাজ শাহআলম উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, ছতুরা চান্দপুর স্কুল এন্ড কলেজ থেকে ২ জন, ঘোলখার রানীখার উচ্চ বিদ্যালয় ও কর্মমঠ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এদিকে, দাখিল পরীক্ষায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৬২ জন পাশ করেছে। এদের মধ্যে ৪ জন জিপিএ-৫ পেয়েছে। টেকনিক্যাল ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৩ জন এবং রানীখার সৈয়দ এমদাদুল বারী গাউসিয়া আলিম মাদরাসা থেকে ১ জন জিপিএ-৫ লাভ করেছে।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারি ভোকেশনাল টেক্সটাইল থেকে ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬৩ জন পাশ করেছে, যাদের মধ্যে ৪ জন জিপিএ-৫ অর্জন করেছে।
আখাউড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ কফিল উদ্দিন মাহমুদ জানান, সার্বিকভাবে এবারের ফলাফল তুলনামূলকভাবে ভালো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর