
শরীয়তপুর সদর উপজেলার যমজ দুই ভাই জিহাদ হাসান ও বায়জিদ হাসান। একই দিনে জন্ম নেওয়া দুই ভাইয়ের চেহারাও প্রায় একই রকম।
এবার এসএসসি পরীক্ষায় এই দুই ভাই জিপিএ- ৪.৭৮ অর্জন করেছে। দুজনের সব বিষয়ে নম্বরও একই। যমজ দুই ভাইয়ের এমন সাফল্যে মা–বাবা, বিদ্যালয়ের শিক্ষক ও স্বজনেরা বেশ খুশি।
সুবচনী উচ্চ বিদ্যালয় থেকে তারা এবার এসএসসি পরীক্ষা দিয়ে তারা এই সাফল্য পেয়েছে। মজার বিষয় হলো প্রতিটি বিষয়েই তারা একই নম্বর অর্জন করেছে। এমনকি এই স্কুলের সর্বোচ্চ ফলাফলও তাদের।
সুবচনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, জিহাদ হাসান ও বায়জিদ হাসান বিজ্ঞান বিভাগ থেকে ছয়টি বিষয়ে এ প্লাস পেয়েছে। বিষয়গুলো হলো- ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এছাড়া বাংলা ও রসায়নে পেয়েছে এ গ্রেড এবং গণিত ও উচ্চতর গণিতে পেয়েছে এ মাইনাস।
অল্পের জন্য জিপিএ-৫ না পাওয়ায় কিছুটা মন খারাপ তাদের। তবে দুই ভাইয়ের স্বপ্নও একই। তারা বলেন, ভবিষ্যতে মেরিন অফিসার হতে চান তারা।
বায়জিদ বলেন, ‘আমরা সব সময় একসঙ্গে পড়তাম, একসঙ্গে চলাফেরা করতাম। একই শিক্ষকের কাছে পড়েছি। এজন্য আমাদের ফলাফলও একই হয়েছে। আমাদের ইচ্ছা- দুই ভাই একসঙ্গে মেরিন অফিসার হব।’
বায়জিদ ও জিহাদের বাবা-মা সন্তানদের এই ফলাফলে খুবই খুশি। তারা সবার কাছে দোয়া চেয়েছেন।
সুবচনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন সিকদার বলেন, ‘দুই ভাই একই সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তারা প্রতিটি বিষয়ে একই নম্বার পেয়েছে। এটি সত্যিই বিরল ও আশ্চর্যজনক ঘটনা।’
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর