
প্রকাশিত হয়েছে এসএসসি ২০২৫ পরীক্ষার ফলাফল। কেউ পেয়েছে গোল্ডেন এ+,
কেউবা পাস করেছে খুব কষ্টে-টেনে টুনে। আবার কেউ কেউ পায়নি কাঙ্ক্ষিত ফলাফল-ফেল
করেছে। সবার মুখে এখন একটাই প্রশ্ন: ‘এই রেজাল্ট কি আমার ভবিষ্যৎ নির্ধারণ
করবে?’
না। করবে না। একটা পরীক্ষার ফলাফল কখনোই তোমার সম্পূর্ণ মূল্যায়ন হতে
পারে না। জীবনের পথটা বহু বাঁকে গড়া। স্কুলের পরীক্ষায় একটা নম্বর কম পাওয়া বা
ফেল করা মানেই জীবন শেষ-এই ধারণা সম্পূর্ণ ভুল।
আমরা অনেক সময় ভুলে যাই, মানুষের জীবনে সফলতা মানে শুধু পরীক্ষার ফল না। সফলতা
মানে নিজের লক্ষ্যকে খুঁজে পাওয়া, সেই লক্ষ্যকে ভালোবেসে কঠোর পরিশ্রম করে
পৌঁছানো। তুমি হয়তো আজ এ+ পাওনি, হয়তো ফেল করেছো। কিন্তু তাতে কিছু যায় আসে
না, যদি তুমি এখন থেকেই ঠিক করো ‘আমি থামবো না, আমি আবার শুরু করবো।’
প্রতিটি মানুষের জীবনের গল্প আলাদা। কেউ হয়তো ছোটবেলাতেই তার প্রতিভার প্রকাশ
ঘটায়, কেউ আবার একটু দেরিতে খুঁজে পায় নিজের জায়গা। তবে একটা সত্যি কথা
হলো-যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, পরিশ্রম করো, তাহলে কোনো রেজাল্টই
তোমাকে আটকে রাখতে পারবে না।
বিশ্বজুড়ে হাজারো সফল মানুষের গল্পে একটা বিষয় মিলবে-তারা সবাই জীবনে কখনো না
কখনো ব্যর্থ হয়েছে। কেউ পড়াশোনায়, কেউ চাকরিতে, কেউবা ব্যবসায়। কিন্তু তারা
কেউই থামেনি। তারা আবার দাঁড়িয়েছে, আবার লড়েছে, আবার জিতেছে। সফলতা কখনোই সোজা
পথে আসে না, সেটা গড়ে নিতে হয়।
তাই, আজ যদি তোমার ফল খারাপ হয়েও থাকে, কাঁদো, স্বাভাবিক। হতাশাও হও, মানুষই
তো। কিন্তু দয়া করে হাল ছেড়ো না। জীবনে যে কেউ হেরে যেতে পারে, কিন্তু কেউ যদি
নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে রাখে, সে একদিন ঠিকই জয়ী হয়।
পরিবার, সমাজ, বন্ধু-অনেকেই হয়তো আজ তোমাকে নিয়ে হাসাহাসি করবে, কষ্ট দেবে।
কিন্তু মনে রেখো, তোমার গল্পটা তুমি লিখবে, তারা নয়। তুমি যদি চাও, আজকের এই
ব্যর্থতাই হতে পারে তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি।
শেষ কথাটা আবার বলি- ‘রেজাল্ট যা-ই হোক, স্বপ্ন দেখা বন্ধ কোরো না।’আজ থেকেই
নতুন করে শুরু করো, তোমার নিজের গল্প লেখা।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর