
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৮৩ জনে। এছাড়া, এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩ জন মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলার ৪৫ জন, পাথরঘাটা উপজেলার ১৩ জন, তালতলী উপজেলায় ৬ জন এবং বামনা উপজেলার ৪ জন রয়েছেন।
বর্তমানে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৭০ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৩ জন।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, "বরগুনায় দিন দিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। কিছুতেই এটি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এতে চিকিৎসা সেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি এমন থাকলে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।"
তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর