
ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ফের বন্যা দেখা দিয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি স্থানে ভাঙন ধরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বের হয়ে ফুলগাজীর হাসানপুর এলাকায় সড়কের ওপর পানি দেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেই শহরে ফিরে যান।
স্থানীয়দের অভিযোগ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একই স্থানে বারবার ভাঙন, মেরামত কাজে অনিয়ম ও দুর্নীতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের আরও অভিযোগ, বাঁধ ভাঙার তিন দিন পরেও পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তাকে দুর্গত এলাকায় দেখা যায়নি।
ফুলগাজীর হাসানপুর এলাকার বাসিন্দা শাওন চৌধুরী বলেন, বাঁধের ভাঙন দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
মুন্সিরহাট এলাকার বাসিন্দা মো. রিদোয়ান বলেন, ভাঙনের তিন দিন পার হলেও পানি উন্নয়ন বোর্ডের কোনো লোকজনকে সরেজমিনে দেখা যায়নি।
তবে, নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার সাংবাদিকদের কাছে দাবি করেছেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বন্যাকবলিত এলাকায় ছিলেন। তারা ছাগলনাইয়া সড়কে যাওয়ার চেষ্টা করে পানির স্রোতের কারণে ব্যর্থ হয়েছেন। তিনি জানান, তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাঁধের ভাঙন অংশে মেরামত কাজ শুরু হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর