
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বান্দরবান জেলায় প্রথম স্থান অধিকার করেছে লামার কোয়ান্টাম কসমো স্কুল। বিদ্যালয়ের জেনারেল শাখা থেকে ৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাশ করেছে। এদের মধ্যে ১৬ জন জিপিএ-৫ পেয়েছে।
এ বছর বান্দরবান জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে আলীকদম ক্যান্টনমেন্ট স্কুল এবং তৃতীয় স্থান অধিকার করেছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। শিক্ষার্থী সংখ্যা, জিপিএ-৫ এবং পাসের হারের ভিত্তিতে এই র্যাংকিং করা হয়েছে।
কোয়ান্টাম কসমো স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুর হোসেন জানান, লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীরা নিয়মিত মেডিটেশন চর্চা করে। আবাসিক বিদ্যালয় হওয়ায় ছাত্র-ছাত্রীদের ওপর শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা সবসময় থাকে।
স্কুলটির ভোকেশনাল শাখা থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দুইটি ট্রেডে ৫১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ১৪ জন জিপিএ-৫ সহ ৫০ জন উত্তীর্ণ হয়েছে।
পার্বত্য চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে এ পর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর