
নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক নির্বাচিত সভাপতি ও দৈনিক সমকালের সাংবাদিক এম এ আহমদ আজাদ গতকাল শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভর্তির পরামর্শ দেন।
জানা যায়, গত ৭ জুলাই নবীগঞ্জ শহরে এক ভয়াবহ সংঘর্ষে একজন নিহত ও শতাধিক লোক আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। ওই মামলায় এম এ আহমদ আজাদকে ৭ নম্বর আসামি করা হয়েছে। এতে তিনি বিচলিত হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে যান।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তিনি এখন আশঙ্কামুক্ত।
সাংবাদিক আজাদ দীর্ঘ ৩০ বছর ধরে সাংবাদিকতা করছেন। তিনি দেশের স্বনামধন্য জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন এবং একাধিকবার পুরস্কৃত হয়েছেন। বর্তমানে তিনি দৈনিক সমকাল, আঞ্চলিক দৈনিক সবুজ সিলেট, স্থানীয় দৈনিক খোয়াই, হবিগঞ্জের মুখপত্র ও জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪লাইভ ডটকম-এ কর্মরত আছেন।
তিনি তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর