
নেত্রকোণায় ২০২৫ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এসএসসিতে পাসের গড় হার ৫৬.১৪ শতাংশ, দাখিলে ৬৭.৪০ শতাংশ ও ভোকেশনালে ৭৩.১৬ শতাংশ।
এসএসসি পরীক্ষায় জেলায় মোট ১৯,৫৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যাদের মধ্যে ১১,৫২৮ জন উত্তীর্ণ হয়েছে। এ বছর এসএসসি পরীক্ষায় ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। নেত্রকোনা সদর উপজেলায় পাসের হার সর্বোচ্চ, ৭৫.৭৫ শতাংশ। অন্যদিকে বারহাট্টা উপজেলায় পাসের হার সর্বনিম্ন, ৩৯.৩৬ শতাংশ। অন্যান্য উপজেলাগুলোর মধ্যে মোহনগঞ্জে ৬৪.৫৮%, খালিয়াজুরীতে ৫২.০১%, দুর্গাপুরে ৫৪.৪০%, কলমাকান্দায় ৫০.৩৮%, পূর্বধলায় ৬১.৬১%, কেন্দুয়ায় ৪৭.০০%, আটপাড়ায় ৫৫.০১% এবং মদনে ৬০.৪২% শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে নেত্রকোনা সদরে সর্বোচ্চ ৩৬১ জন এবং খালিয়াজুরীতে সর্বনিম্ন ৮ জন শিক্ষার্থী রয়েছে।
দাখিল পরীক্ষায় ৩,৪৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ২,৩০৪ জন উত্তীর্ণ হয়েছে। এতে গড় পাসের হার ৬৭.৪০ শতাংশ। মোহনগঞ্জ উপজেলায় পাসের হার সর্বোচ্চ, ৯১.৭৭%, এবং বারহাট্টায় সর্বনিম্ন, ৪৫.৮০%। এই পরীক্ষায় ৬৬ জন জিপিএ-৫ পেয়েছে, যাদের মধ্যে ৩৩ জনই নেত্রকোনা সদর উপজেলার। মদন, খালিয়াজুরী, আটপাড়া ও দুর্গাপুর উপজেলায় কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
ভোকেশনাল শাখায় ২,৩৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৮৪১ জন উত্তীর্ণ হয়েছে। পাসের গড় হার ৭৩.১৬%। পূর্বধলা উপজেলায় পাসের হার সর্বোচ্চ, ৯২.৪৭%, এবং মোহনগঞ্জ উপজেলায় সর্বনিম্ন, ৪৮.৫২%। খালিয়াজুরী উপজেলায় এই শাখায় কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। ভোকেশনালে ৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যাদের মধ্যে কলমাকান্দা উপজেলায় সর্বোচ্চ ১৩ জন রয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) স্বপ্না রানী সরকার জানান, সার্বিকভাবে জেলার ফলাফল ইতিবাচক। কিছু উপজেলায় ফলাফল প্রত্যাশার চেয়ে কম হলেও আগামীতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় জেলাব্যাপী ফলাফল আরও উন্নত হবে বলে তিনি আশাবাদী।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, জেলায় শিক্ষাখাতে উন্নতির এই ধারা ধরে রাখতে উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যাতে সমান সুযোগ পায়, সে বিষয়ে জেলা প্রশাসন কাজ করবে। শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর