
পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা।
শুক্রবার (১১ জুলাই) রাতে কিশোরগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার সেক্রেটারি মুহাম্মাদ সাদিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি জোবায়ের আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ দেলওয়ার হোসাইন, দাওয়াহ সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, সদর শাখা সভাপতি তাকরীম আহমাদ শাদাব এবং পৌর সভাপতি খাইরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সোহাগকে যেভাবে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং উলঙ্গ করে পিটিয়ে হত্যা করা হয়েছে, তা সমাজের চরম মানবিক ও নৈতিক অবক্ষয়ের চিত্র।
বিক্ষোভকারীরা ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যাসহ সারাদেশে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।
মিছিল শেষে সভাপতির সমাপনী বক্তব্যের পর দোয়া পরিচালনা করেন মাওঃ খাইরুল্লাহ হুসাইনী।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর