
ফেনীর পরশুরামে বন্যার জল নেমে যাওয়ার পর ঘরে ফিরে রান্নাঘরে সাপের কামড়ে রোকেয়া আক্তার রিনা (৪৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পরশুরাম পৌরসভার সলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। রোকেয়া আক্তার রিনা সলিয়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, বন্যার পানি বাড়ীতে প্রবেশ করায় বুধবার শফিকুল ও রিনা দম্পতি নিরাপদ আশ্রয়ে যান। জল কমলে শুক্রবার বিকেলে তারা বাড়ীতে ফেরেন। সন্ধ্যায় রিনা রান্নাঘরে ঢুকলে সেখানে লুকিয়ে থাকা একটি সাপ তার পায়ে কামড় দেয়।
রিনার চিৎকারে তার স্বামী শফিকুল তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাপে কামড়ের প্রতিষেধক অ্যান্টিভেনম ইনজেকশন না থাকায় তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহতের স্বামী শফিকুল জানান, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশানুরূপ চিকিৎসা না পেয়ে তিনি স্ত্রীকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রেদোয়ান জানান, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।
চিকিৎসকের মতে, রোগীকে সঠিক সময়ে হাসপাতালে এনে প্রতিষেধক টিকা দেওয়া গেলে বাঁচানো যেত।
ফেনীর সিভিল সার্জন মোহাম্মাদ রুবাইয়াত বিন করিম জানান, জেলা সিভিল সার্জনের কার্যালয়সহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টি স্নেক ভেনম, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইনসহ দুর্যোগকালীন সময়ের প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে।
তিনি আরও জানান, বন্যা পরিস্থিতিতে চিকিৎসা সেবায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেক উপজেলা ও ইউনিয়নভিত্তিক মোট ৭৬টি ইমার্জেন্সি মেডিকেল টিম সচল রয়েছে। সিভিল সার্জন কার্যালয়ে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর