
ব্যক্তিগত কারণ দেখিয়ে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সদস্য মুহাম্মাদ রাব্বি মিয়া পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
রাব্বি মিয়া পোস্টে উল্লেখ করেন, ব্যক্তিগত সমস্যার কারণে তিনি মৌলভীবাজার জেলা ছাত্রদলের সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। ছাত্রদলের সঙ্গে কয়েক বছর ধরে যুক্ত থাকার সময় অনেকের ভালোবাসা পেয়েছেন বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তবে সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও বিএনপির কিছু নেতাকর্মীর 'নীতিবহির্ভূত কার্যক্রমে' অসন্তোষ প্রকাশ করেছেন রাব্বি। তিনি বলেন, কিছু নেতাকর্মীর কর্মকাণ্ড তাকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলেছে এবং এ ব্যাপারে সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট ছিল না।
তিনি আশা প্রকাশ করেন, ছাত্রদল ও বিএনপির অন্যান্য সংগঠন ভবিষ্যতে বিশৃঙ্খলা কাটিয়ে উঠে ছাত্র ও জনবান্ধব হিসেবে নিজেদের গড়ে তুলবে।
রাব্বি মিয়া স্পষ্ট করে বলেন, পদত্যাগের পর থেকে বিএনপি কিংবা দেশের অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা থাকবে না।
মুহাম্মাদ রাব্বি মিয়া দীর্ঘদিন ধরে মৌলভীবাজার জেলা ছাত্রদলের একজন সক্রিয় নেতা হিসেবে কাজ করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর