সরকার মব জাস্টিস বরদাস্ত করবে না এবং যেখানেই এমন ঘটনা ঘটছে, অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান।
শনিবার সাভার উপজেলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।
এ সময় পরিবেশ দূষণ রোধে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্পের মাধ্যমে মানুষের উন্নয়ন সম্ভব। পরিবেশদূষণ রোধে নিজেদের সচেতন হতে হবে। মানসিকতায় প্রাণ ও প্রকৃতিকে গুরুত্বপূর্ণ স্থানে না রাখা পর্যন্ত পরিবেশের উন্নয়ন সম্ভব নয়।
বায়ু দূষণ রোধে চীনের উদাহরণ তুলে ধরে তিনি জানান, সরকার কাজ শুরু করেছে এবং আশা করা যায় দ্রুত সময়ের মধ্যে সকলের সহযোগিতায় বাংলাদেশের পরিবেশের উন্নয়ন সম্ভব হবে।
অনুষ্ঠানে সাভার উপজেলায় রোপণের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ জনগণের মাঝে এক লক্ষ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর