
নাটোরের বাগাতিপাড়ায় আখ চাষে আধুনিক পদ্ধতি, ব্লক ফার্মিং এবং মুড়ি আখ ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে "খামার দিবস ২০২৫" অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে নাটোর সুগার মিলস লিমিটেডের কৃষি বিভাগের উদ্যোগে পেড়াবাড়িয়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)-এর সচিব মোহাম্মদ মুজিবুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাটোর সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
কর্মসূচিতে কৃষকদের মাঝে উন্নত জাতের আখ চাষ, ফলন বৃদ্ধির কৌশল এবং গুণগত মান উন্নয়ন বিষয়ক দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া, আখ থেকে উৎপাদিত গুড়, চিনি ও অন্যান্য পণ্যের মানোন্নয়ন ও বাজারজাতকরণে কৃষকের আয় বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
আয়োজনস্থলে আখের বিভিন্ন জাত এবং নাটোর সুগার মিলের উৎপাদিত "আখের চিনি" সরাসরি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে কৃষকদের পক্ষে বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র ও কৃষক মোশাররফ হোসেন, আখচাষি ফেডারেশনের সভাপতি হাজি মুসলেম উদ্দিন এবং শিল্পপতি ও কৃষক আলহাজ কামাল উদ্দিন বক্তব্য রাখেন।
বক্তারা আখচাষকে লাভজনক ও টেকসই করতে কৃষি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ওপর জোর দেন। তাঁরা বলেন, খামার দিবসের এই আয়োজন কৃষকদের চাষাবাদে উৎসাহ ও দিকনির্দেশনা দিয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর