
সিরাজগঞ্জ: রায়গঞ্জ উপজেলায় এক রাতে দুইটি বাড়ির গোয়ালঘর থেকে ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) ভোরে উপজেলার বক্ষ্রগাছা ইউনিয়নের কয়রা ও এলাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে।
কয়রা গ্রামের ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান, তার গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। তিনি বলেন, "শুক্রবার রাতে গরুগুলো গোয়ালে রেখে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি গোয়ালের দরজা খোলা এবং তালা ভাঙা। ধারণা করা হচ্ছে, ভোর ৩টা থেকে ৪টার মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে।"
অপরদিকে এলাঙ্গী গ্রামের আব্দুস সামাদের বাড়ি থেকে ৪টি গরু চুরি হয়েছে। তিনি জানান, গোয়ালঘরের তালা ভেঙে রাতের কোনো এক সময় চোরেরা গরুগুলো নিয়ে যায়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরি হওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্তদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর