
ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের বাসিন্দা সোহাগ (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েকটি রাজনৈতিক ও ছাত্র সংগঠন।
আজ সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাব চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা, জামায়াতে ইসলামী বাংলাদেশ বরগুনা জেলা শাখা, গণঅধিকার পরিষদ বরগুনা জেলা শাখা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরগুনা জেলা শাখার যৌথ উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশে বক্তারা সোহাগ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।
নেতৃবৃন্দ জাতীয়তাবাদী দল বিএনপিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি প্রদান করে বলেন, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী ও স্বৈরাচারী হিসেবে বিএনপি নিজেদের আত্মপ্রকাশ করেছে। তারা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো অবস্থা তৈরি করবে।
বক্তারা আরও বলেন, ইসলামী ও বামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যেকোনো স্বৈরাচারের পতন ঘটাতে প্রস্তুত আছে। তারা সরকার ও প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আইনের শাসন ফিরিয়ে আনার এবং সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর