
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থেকে নিখোঁজ হওয়া এক কিশোরকে অপহরণের অভিযোগে তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১১ জুলাই) উপজেলার গোরখানা ও কসমকার্বারি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কসমকার্বারি পাড়ার সম্বু কুমার ত্রিপুরা (৩৬), এবং গোরখানা এলাকার মো. মাঈন উদ্দিন (২১) ও মো. ইয়াছিন মিয়া (২৮)।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, চলতি মাসের ৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোরখানা এলাকা থেকে মো. সোহেল (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়। এ ঘটনায় তার নানা আব্দুল রহিম মানিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ ও সেনাবাহিনী কিশোরকে উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এর ফলশ্রুতিতে শুক্রবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অপহরণের সাথে জড়িত তিনজনকে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপহরণের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। শনিবার (১২ জুলাই) দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, গত ৪ জুলাই সন্ধ্যায় মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের ছদুরখীলের গোরখানা এলাকার একটি দোকানে যাওয়ার পর থেকে কিশোর মো. সোহেল নিখোঁজ ছিল।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর