
রাজবাড়ীতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. হাকিম মিয়া (২৬) ও মো. বাবুল সরদার (৫৫)।
শনিবার (১২ জুলাই) বিকেলে সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে মো. হাকিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। হাকিম মিয়া দক্ষিণ ভবানীপুর গ্রামের সাইফুল্লা মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি, একটি খালি কার্তুজ, এক বোতল বিদেশি মদ ও কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর নেতৃত্বে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বাবুল সরদারকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। বাবুল সরদার সুবর্ণখোলা গ্রামের মৃত নাজিমুদ্দিন সরদারের ছেলে।
সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর ও পাংশা থানায় পৃথক অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, পাংশা থেকে গ্রেপ্তার হওয়া বাবুল সরদারের পরিবারের দাবি, বাবুল সরদারকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তার মেয়ে প্রভা জানান, তার বাবা একজন কৃষক এবং এর আগে তার নামে কোনো মামলা ছিল না। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনও বাবুলের নামে আগে কোনো মামলা না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বশেষ খবর