
শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
রবিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
জেলা প্রশাসক বলেন, সম্প্রতি জেলা প্রশাসন সীমান্তবর্তী পাহাড়ি এলাকাসহ বিভিন্ন বালু মহালের বালু উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে। এরপরও কোথাও কোথাও বালু উত্তোলনের ঘটনা ঘটছে। এ জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। একইসাথে শহরের যানজট নিরসন, নিয়মিত বাজার মনিটরিং ও চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে কাজ করার আশা প্রকাশ করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদি হাসান, শেরপুর সেনাক্যাম্পের দায়িত্বে থাকা মেজর মো. আল-আমিন, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মো. লিখন মিয়া, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমানসহ ৫ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ অংশ নেন।
সর্বশেষ খবর