
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তিন শিক্ষার্থীর ওপর পাবলিক বাসে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। হামলায় জড়িতদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন তাঁরা।
রবিবার বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকায় প্রায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা চৌরাস্তার চারপাশ অবরোধ করে বিচারের দাবিতে স্লোগান দেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, হামলাকারীদের গ্রেফতারে কালক্ষেপণ করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আগামী ১২ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনা না হলে নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন তাঁরা। শিক্ষার্থীরা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হলে ছাত্রজনতা ব্যবস্থা নেবে। এর আগেও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তাঁরা।
এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল জানান, তিনি বিষয়টি নিয়ে নোয়াখালীর ডিসি ও এসপির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস পেয়েছেন। তিনি শিক্ষার্থীদের নিরাপত্তায় সকলের সহযোগিতা কামনা করেন।
বেগমগঞ্জ মডেল থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, পুলিশ অভিযোগ পেয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, নোবিপ্রবির শিক্ষার্থী অনিমেষ দেবনাথ এবং তাঁর দুই সহপাঠী চট্টগ্রাম থেকে বাসে করে নোয়াখালী আসার পথে বেগমগঞ্জের পৌর হাজীপুর এলাকায় পৌঁছালে বাসে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা অনিমেষের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং তাঁকে ও তাঁর সহপাঠীদের মারধর করে। অনিমেষের মাথা, কান ও বাহুতে গুরুতর আঘাত লাগে। এছাড়াও তাঁর পকেট থেকে ছয় হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং মোবাইলে ছবি তুললে তা মুছে দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, হামলাকারীরা পরিচয় জানার পরেও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তাঁরা বলেন, এ ধরনের হামলা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে। ক্যাম্পাসে ফেরার পথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর