
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২০২০ সালের ১৩ জুলাই তিনি মারা যান।
নুরুল ইসলাম ১৯৪৬ সালের ৩ মে ঢাকার দোহারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দেশের শিল্প খাতের একজন অগ্রণী উদ্যোক্তা। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে তার অবদান রয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে যমুনা গ্রুপের প্রধান কার্যালয়সহ বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কুরআন খতম, বনানী কবরস্থানে জিয়ারত, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ। যমুনা গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসব অনুষ্ঠানে অংশ নেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।
নুরুল ইসলাম ১৯৭৪ সালে যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। এই গ্রুপের অধীনে বর্তমানে ৪২টির বেশি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যমুনা ফিউচার পার্ক। এছাড়া আবাসন, ইলেকট্রনিক্স, বস্ত্র, চামড়া, রাসায়নিক, ডিস্টিলারি, বেভারেজ, টয়লেট্রিজ, ওভেন গার্মেন্টস, ডেনিম, মোটরসাইকেল ও মিডিয়া খাতে তার ব্যবসায়িক কার্যক্রম বিস্তৃত।
সর্বশেষ খবর