
বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়াউর রহমান হাওলাদার (৪৬) নামের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে পানগুছি নদীর ফেরিঘাট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম খলিলুর রহমান (৪২), গাড়ির চালক আমিরুজ্জামান খোকন (৫৫), আব্দুস সাত্তার রাজ (৫৫) ও মোয়াজ্জেম হাওলাদার (৪০)।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান জানান, অপহৃত জিয়াউর রহমানকে মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
জিয়াউর রহমান জানান, রবিবার সকাল ৭টার দিকে তিনি আমতলী বাজারে একটি দোকানে চা খাওয়ার সময় ১৫-২০ জন লোক তাকে মারধর করে একটি হাইয়েক্স গাড়িতে তুলে নিয়ে যায়।
ওসি মতলুবর রহমান বলেন, ব্যবসায়ী জিয়াউর রহমানকে অপহরণের খবর পেয়ে পুলিশ ফেরিঘাটসহ বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। পরে ফেরিঘাটে একটি হাইয়েক্স গাড়িতে (ঢাকা মেট্রো-চ ১২-০০৬১) জিয়াউর রহমানকে আহত ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর