
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সেই সাথে ব্যবসায়ী সোহাগ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয়।
রবিবার (০২ জুলাই) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ইবি রোডস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে গিয়ে শেষ হয়।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননাকারী ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানকারীদের বিচারের দাবি জানান।
সাইদুর রহমান বাচ্চু দলীয় নেতাকর্মীদের সন্ত্রাস, চাঁদাবাজি সহ সকল অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
সমাবেশে পৌর ও থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিটগুলোর নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর