
সিংড়া উপজেলায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে সোমবার (১৪ জুলাই) এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে মোট ৮৮ বান্ডিল ঢেউটিন ও ২ লাখ ৬৪ হাজার টাকা বিতরণ করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রতিটি পরিবারকে গড়ে তিন বান্ডিল ঢেউটিন ও ৯ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সমাজের সামর্থ্যবানদেরও এ ব্যাপারে এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মাদ রবিন খান, সাংগঠনিক সম্পাদক শুভ সরকার, প্রচার সম্পাদক মোতালেব হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর