
ময়মনসিংহের ভালুকা পৌর শহরে বসতঘর থেকে মা ও তার দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুরে টিএন্ডটি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ময়না আক্তার (২৫), তার ছয় বছর বয়সী মেয়ে রাইসা এবং দুই বছর বয়সী ছেলে নীরব।
পুলিশ জানায়, নিহত ময়নার স্বামী রফিকুল ইসলাম নেত্রকোণার কেন্দুয়ার বাসিন্দা। তিনি ভালুকায় একটি স্পিনিং মিলে চাকরির সুবাদে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। নাইট ডিউটি শেষে সোমবার সকাল ৯টার দিকে বাসায় ফিরে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। তালা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রী ও সন্তানদের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। বাড়িটির পাশের কক্ষে থাকতেন রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও নির্মম। প্রাথমিকভাবে আমরা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছি। পলাতক নজরুলের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’
ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম বলেন, পারিবারিক কারণে এই ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করা হয়েছে। তবে ঘটনার সময় স্বামী ঘরে ছিল না বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের দেবর পলাতক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
রার/সা.এ
সর্বশেষ খবর