
ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) বাগাতিপাড়া শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন গ্লোব ফার্মার মোশাররফ হোসেন। রোববার রাতে ধুপইল বাজারে মমতা প্যাথলজিতে ফারিয়ার সদস্যদের উপস্থিতিতে মৌখিক ভোটে তাকে সভাপতি ঘোষণা করা হয়।
এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দয়ারামপুর বাজারে অনুষ্ঠিত নির্বাচনে প্রার্থী ছিলেন মোশাররফ হোসেন। সে সময় নিজের ভোট নিজেকে না দেওয়ায় তিনি প্রশংসিত হয়েছিলেন। ওই নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মুঞ্জুরুল কবির বাবুল। সম্প্রতি তিনি পদত্যাগ করায় পদটি শূন্য হয়।
আল মদিনা ফার্মার শাহিন আলমের সভাপতিত্বে এবং অপসোনিন ফার্মার গোলাম নবীর সঞ্চালনায় কমিটি ঘোষণার সভাটি অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি মোশাররফ হোসেন বলেন, "সকল সদস্যের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি, নেতৃত্ব আসা উচিত আস্থা ও নীতিবোধ থেকে, আর আজকের এই সমর্থন তারই প্রমাণ। ফারিয়ার সম্মান ও ঐক্য রক্ষা করে আমরা একসাথে কাজ করব, ইনশাআল্লাহ।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর