
দেশের প্রথম অ্যান্টি-পল্যুশন পেইন্ট বার্জার ইকো কোট ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫’-এ ‘ইন্ডাস্ট্রি, ইনোভেশন ও ইনফ্রাস্ট্রাকচার’ ক্যাটেগরিতে পুরস্কৃত হয়েছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের উদ্যোগে গত ১২ জুলাই রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই পুরস্কার প্রদান করা হয়।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড জানায়, বার্জার ইকো কোট এপিএইচ প্রযুক্তিতে তৈরি, যা ৯০% পর্যন্ত দূষিত গ্যাস শোষণ করতে সক্ষম। এই রং ঘরের ভেতর ও বাইরের পরিবেশে ব্যবহার উপযোগী এবং বায়ুদূষণ কমাতে সহায়ক। বিশেষ করে ঢাকা শহরের মতো দূষিত এলাকায় এটি টেকসই ভবিষ্যৎ গড়তে অবদান রাখবে।
অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার এ.এস.এম ওবায়দুল্লাহ মাহমুদ এবং হেড অব ব্র্যান্ডস এমডি রাশেদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং কোম্পানির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন।
বার্জার পেইন্টস বাংলাদেশ জানায়, এই অর্জন তাদের জীবন ও পরিবেশের টেকসই উন্নয়নে কাজ করে যেতে উৎসাহিত করবে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর