
কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফল নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিদ্যালয়ে ১৮ জন শিক্ষক থাকা সত্ত্বেও, এ বছর ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ১৭ দশমিক ৬৫ শতাংশ।
উপজেলার সদর ইউনিয়নের হরিপুর গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের এমন ফলাফলে অভিভাবক, এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. আবুল কালাম আজাদ সুজন বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ, পরিচালনা পর্ষদের অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের কারণে বিদ্যালয়ের এই দুর্দশা।
প্রধান শিক্ষক মো. আবুল কাশেম ফলাফল বিপর্যয়ের জন্য শিক্ষার্থীদের অমনোযোগিতা, করোনাকালীন শিক্ষা কার্যক্রমের ব্যাঘাত, অভিভাবকদের অসচেতনতা ও শিক্ষকদের দুর্বলতাকে দায়ী করেছেন। তিনি জানান, ভবিষ্যতে ভালো ফল করার জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বুড়িচংয়ের ৪০টি বিদ্যালয় থেকে ২ হাজার ৯৭৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২ হাজার ২৩ জন পাস করেছে এবং ১৮০ জন জিপিএ-৫ পেয়েছে। গড় পাসের হার ৬৭ দশমিক ৯৫ শতাংশ। সেই তুলনায় হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফলাফল সর্বনিম্ন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান জানান, ফল খারাপ হওয়ার কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন বলেন, "ফলাফল বিপর্যয়ের পেছনের কারণগুলো তদন্ত করে স্কুল কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয়রা বিদ্যালয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
রার/সা.এ
সর্বশেষ খবর