
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে সোমবার বিকেলে এই তথ্য জানানো হয়। কমিটিকে দশ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীদের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান, এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শরিফুল ইসলাম। সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান জানান, তিনি এখনো চিঠি পাননি। ১৬ তারিখে ক্যাম্পাসে ফিরে বিষয়টি দেখবেন।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর