
সম্প্রতি চীন সফর করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সফরকালে চীনের তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় উপাচার্যের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। উপাচার্য জানান, গত ৬ থেকে ১১ জুলাই পর্যন্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজের নেতৃত্বে একটি উচ্চশিক্ষা প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি চীন সফর করেন।
সফরকালে হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উচাং ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং গুইলিন ইউনিভার্সিটি অব টেকনোলজির সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
উপাচার্য জানান, এই সমঝোতা স্মারকের ফলে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, কারিকুলাম উন্নয়ন, গবেষণায় পারস্পরিক সহযোগিতা এবং যৌথভাবে সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালা আয়োজন সম্ভব হবে। বর্তমানে এটি একটি প্রাথমিক সমঝোতা স্মারক হিসেবে স্বাক্ষরিত হয়েছে, ভবিষ্যতে আরও বিস্তারিতভাবে তা চূড়ান্ত করা হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু, কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা, টিচার-স্টুডেন্ট এনগেজমেন্ট প্রোগ্রাম চালু এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চীনে স্কলারশিপের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম শুরু করা হবে বলেও তিনি জানান।
মতবিনিময় সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মনজুরুল হক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ সাহেদ হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর