
নড়াইল: গোপন তৎপরতায় গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
আজ সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের চৌরাস্তা দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে ছাত্রদলের কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, স্বৈরাচার আর রাজাকার-মিলেমিশে একাকার, ষড়যন্ত্র হয়নি শেষ-সজাগ থাকো বাংলাদেশ, ছাত্রদল সজাগ থাকবে-ষড়যন্ত্র রুখে দিবে’ ইত্যাদি।
পরে নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনির সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।
এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুঞ্জুরুল সাঈদ বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিহাবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সাম্প্রতিক সময়ে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা দ্রুত পরিস্থিতি উন্নয়নে সরকারকে হুঁশিয়ারি প্রদান করেন এবং যেকোনো পরিস্থিতিতে সজাগ থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখতে দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর