
গণঅভ্যুত্থানের স্মরণ ও ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে বরগুনায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উদ্যোগে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে টাউন হলের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস ইসলাম ও ডা. তাসনীম জারাসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, আগামীর বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট ও দখলদারির কোনো স্থান হবে না। তারা আরও বলেন, একটি রাজনৈতিক দল সংস্কার বাদ দিয়ে নির্বাচন নিয়ে বাড়াবাড়ি করছে। রাষ্ট্র কাঠামোর সংস্কার ব্যতীত এদেশের মানুষ তা প্রতিহত করবে।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বরগুনায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি, শুধুমাত্র লুটপাট আর দুর্নীতি হয়েছে।
পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরবঙ্গ) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক (দক্ষিণবঙ্গ) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাসনীম জারাহ ও যুগ্ম আহ্বায়ক ফয়জুল মাহমুদ শান্ত।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর