
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় দেশি মাছ রক্ষায় অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার আমতৈল ইউনিয়নের বাহির শিমুল বাজার সংলগ্ন কংস নদে অভিযান চালিয়ে ২০০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে উপজেলার ধারাবাজারে জালের দোকানে অভিযান চালিয়ে ১০০০ মিটার চায়না দুয়ারী জাল ও ৩০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদে এনে সেগুলো ধ্বংস করা হয়। এ সময় দুই দোকান মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাত।
উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় জানান, বর্ষা মৌসুমে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ খবর