
কুষ্টিয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার বিজয় উল্লাস চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়।
ছাত্রদলের নেতারা জানান, সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। তারা বলেন, কিছু গুপ্ত সংগঠন গোপনে তৎপরতা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে এবং ছাত্রদলের ওপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে।
কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বির সভাপতিত্বে এবং সদস্য সচিব খন্দকার তছলিম উদ্দিন নিশাতের সঞ্চালনায় সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বৈরী আবহাওয়া সত্ত্বেও কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন।
বক্তারা বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণঅভ্যুত্থানের পরিবেশ তৈরি হয়েছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার বা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা হলে রাজপথে তার জবাব দেওয়া হবে।
ছাত্রদলের নেতারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেশব্যাপী সক্রিয় গুপ্ত চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, ছাত্রদল শিক্ষার পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।
মিছিলে অন্যান্যের মধ্যে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, মনির উদ্দিন, পিনু, মুক্তাদির রহমান, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহাগ হোসেন, সদস্য সচিব আল শাহারিয়ার মামুন, যুগ্ম কৌশিক আহমেদ সিয়াম, জেলা ছাত্রদলের নেতা সৈকত আহমেদ, কুষ্টিয়া পৌর ছাত্রদলের আহবায়ক সজল ইসলাম, সদস্য সচিব কৌশিক আহমেদ, যুগ্ম আহবায়ক সাইফ মোস্তফা সাব্বির, পল্লব, নিশান, সদস্য সংগ্রাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাসির আহমেদ মসনদ, সাধারণ সম্পাদক শিমুল হোসেন, ছাত্রদলের নেতা সাকলাইন সজিব, তুষার, সোলাইমান, আকাশ, রাহুল, নয়ন, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মারুফ হাসান পিয়াস, ছাত্রদলের নেতা আকিব বিন সোহেল, সেলিম হোসেন, কুষ্টিয়া সৈয়দ মাসুদ রুমি কলেজ ছাত্রদলের সভাপতি সিহাব, সাধারণ সম্পাদক রাহুল, কুমারখালি উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহান, সদস্য সচিব আবু কাওছার অপু, মিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক তুষার, সদস্য সচিব সাব্বির, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের আহবায়ক রানা আহমেদ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব প্রত্যাশা করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর