
এক-এগারোর ষড়যন্ত্রের ধারাবাহিকতায় জুলাই মাসের গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের অভিযোগ তুলে জামায়াত-শিবিরকে এর দায় নেওয়ার আহ্বান জানিয়েছে মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) মানিকগঞ্জ শহরে সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জেলা স্বেচ্ছাসেবক দল।
শহরের খোন্দকার দেলোয়ার হোসেন 'ল' কলেজ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খালপাড় শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা 'জামায়াত-শিবির গণতন্ত্র হত্যার কারিগর', 'জুলাই ষড়যন্ত্রের বিচার চাই', 'তারেক রহমানের বিরুদ্ধে চক্রান্ত বন্ধ কর' ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম হাওলাদার, ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান জিন্নাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, সদস্য সচিব মো. রকিবুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান জিন্নাহ বলেন, ২০০৭ সালের ১/১১ ও তার ধারাবাহিকতায় ২০০৯ সালে বাংলাদেশে যে রাজনৈতিক ব্লুপ্রিন্ট বাস্তবায়ন হয়েছে, তাতে জামায়াত-শিবিরের প্রত্যক্ষ ভূমিকা ছিল। জুলাই মাসে সেই ষড়যন্ত্র আরও তীব্র হয়। তিনি এই ষড়যন্ত্রের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম হাওলাদার বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে একটি মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের পর গত বছর জুলাই মাসে বিপ্লব সংঘটিত হয়েছে। এই বিপ্লবে ছাত্র, শিক্ষক, সাধারণ জনতা এবং বিএনপি ও সমমনা দল অংশগ্রহণ করেছে।
তিনি বলেন, বর্তমানে একটি মহল কুৎসা ও মব সৃষ্টি করে দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে এবং স্বেচ্ছাসেবক দল তাদের মোকাবেলা করতে প্রস্তুত।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর