
ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির হলে আজ মঙ্গলবার ওমান থেকে ফেরত আসা কয়েকজন প্রবাসী এক সংবাদ সম্মেলনে তাঁদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তাঁরা ফ্যাসিবাদী দুঃশাসনের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি ও ব্যবসা হারিয়ে ওমান থেকে দেশে ফিরতে বাধ্য হন।
সংবাদ সম্মেলনে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ইবরা হাসপাতালের সাবেক শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী মূল বক্তব্য পাঠ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহবুব চৌধুরী। আলোচনায় অংশ নেন ওমান ফেরত ব্যবসায়ী ইমরান চৌধুরী, সলিম উল্লাহ, সাইফুল ইসলাম প্রমুখ।
তাঁদের উত্থাপিত চার দফা দাবিগুলো হলো:
১. রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি ও ব্যবসা হারানো প্রবাসীদের জন্য পুনরায় চাকরি ও ব্যবসার ব্যবস্থা করা।
২. তৎকালীন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের যে কর্মকর্তারা এই ঘটনার সাথে জড়িত ছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
৩. ওমানে ফেরত আসার অপেক্ষায় থাকা ব্যবসায়ী সৈয়দ জাহাঙ্গীর আলম ও ব্যবসায়ী আজিজুর রহমানকে সেখানে থাকার ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের হস্তক্ষেপ কামনা করা।
৪. রাষ্ট্রদূত সেকেন্দার আলী, রাষ্ট্রদূত গোলাম সারওয়ার, রাষ্ট্রদূত মিজানুর রহমান, প্রথম সচিব আবু সাঈদ, কাউন্সিলর নাহিদ ইসলামসহ তৎকালীন ফ্যাসিবাদী সরকারের সাথে যুক্ত কর্মকর্তাদের বিচার দাবি করা।
বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের প্রচুর সুযোগ রয়েছে। তবে দূতাবাস কর্মকর্তা ও আওয়ামী লীগ-সমর্থিত সোশ্যাল ক্লাবের কর্মকর্তাদের দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে ওমানসহ মধ্যপ্রাচ্যের জিসিসিভুক্ত দেশগুলোতে ভিসা প্রদানে জটিলতা সৃষ্টি হয়েছে।
ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, রাজনৈতিক কারণে যাদের ওমান থেকে ফেরত আসতে হয়েছে, তাঁদের বিরুদ্ধে ওমান সরকারের কোনো অভিযোগ নেই। তবে চাকরি ও ব্যবসা হারানোর কারণে তাঁরা পরিবার নিয়ে কষ্টে জীবন যাপন করছেন। দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁদের চাকরি ও ব্যবসা ফিরিয়ে দেওয়া গেলে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়বে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর