
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়েছে। জুলাই ও আগস্ট মাসের শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার বেলা ১১টায় বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরগুনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ্ ফারুক এবং বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন বেগম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর